হবিগঞ্জের লাল বিন্নি চালঃ
অতিথি আপ্যায়নই গ্রাম-বাংলার মানুষের মূল বৈশিষ্ট্য। বাড়িতে তাদের মেহমান এলে আপ্যায়নে খুশি রাখাই যেন বাড়ির মানুষের সবচেয়ে বড় সাফল্য। আমাদের দেশের গ্রামাঞ্চলে, বিশেষ করে নতুন ধানের মৌসুম জামাই দাওয়াতের মৌসুম হিসাবে পরিচিত। আর এই জামাই দাওয়াতের বিশেষ একটি খাবার হচ্ছে বিন্নি ধানের চালের ভাতের সাথে বোয়াল মাছের কুড় আর গাভীর দুধ। গ্রাম বাংলার এই আপ্যায়নের স্বাদ আপনিও নিতে পারেন ব্যবস্থা করার দায়িত্ব সেরা বাংলার।