গাইবান্ধার সরিষার তেলঃ
আপনি জানেন কি, ভেজাল সরিষার তেল বাজার দখল করায় কলু সম্প্রদায় প্রায় বিলু্িপ্তর পথে। কাঠের ঘানিতে খুলু(কলু) সম্প্রদায় দিন-রাত পরিশ্রম করে খাঁটি সরিষার তেল উৎপাদন করেন, কিন্তু তা কম দামী ভেজাল সরিষার তেলের সাথে পাল্লা দিতে না পেরে হারিয়ে যাচ্ছে আজ। সেরা বাংলা ৬৪ সরাসরি কলু সম্প্রদায়ের কাছ থেকে নিয়ে এসেছে সেই খাঁটি ও সেরা স্বাদ সম্পন্ন সেই তেল শুধুই আপনার জন্য।